
ওঙ্কার ডেস্ক : চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ. একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়. তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে কিছু বলার এক্তিয়ার আমার নেই. যা বলার, কেন্দ্র সরকার বলবে. তবে, আপনাদের কোনওরকম সহযোগিতার দরকার হলে, আমি পাশে আছি’. তাঁর সংযোজন, ‘অসহায় মানুষ যদি বাংলার দরজায় কড়া নাড়ে, আমরা নিশ্চয় তাঁদের আশ্রয় দেব’.