সোমনাথ মুখোপাধ্যায়ঃ অক্টোবর মাসের ২ এবং ৩ তারিখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাজধানী নয়াদিল্লিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচির প্রতীকী নাম ‘দিল্লি চলো’। গত ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘দিল্লি চলো’ কর্মসূচির ঘোষণা করেছিলেন। আর এবার বাংলার প্রতিটি ব্লকে ‘দিল্লি চলো’ কর্মসূচির পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল নেতৃত্ব।
প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দিল্লির প্রতিবাদ কর্মসূচির সম্প্রচার করা হবে। রাজ্য তৃণমূল সূত্রে খবর, প্রতিটি ব্লকের বিডিয়ো অফিসের সামনে দু’দিন ধরে প্রতিবাদ কর্মসূচির সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ইতি মধ্যে নির্দেশ পৌঁছে গেছে বিভিন্ন জেলার তৃণমূলের সভাপতিদের কাছে।
‘দিল্লি চলো’ কর্মসূচিতে যোগদান করতে দলীয় নেতাদের এক দিন আগেই দিল্লি পৌঁছে যেতে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের অভিযোগের বিরুদ্ধে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ মুখ খুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, পশ্চিমবঙ্গের আবাস যোজনা কিংবা ১০০ দিনের কাজে স্বচ্ছতা নেই। বলেই অর্থ মঞ্জুর করা যাচ্ছে না বলে গিরিরাজের দাবি। তিনি তথ্য দিয়ে বলেছেন, “পশ্চিমবঙ্গে আবাস যোজনায় ৩৪ লক্ষ বাড়ি মঞ্জুর করা হয়েছে। অর্থও দেওয়া হয়েছিল। তার পরেও ১১ লক্ষ বাড়ি মঞ্জুর হয়েছে। তবে আগামী দিনে স্বচ্ছতা থাকলে তবেই টাকা দিতে পারব। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজেও প্রচুর দুর্নীতি হয়েছে।”কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, তৃণমূল রাজনীতি করছে ।