
ওঙ্কার ডেস্ক : খেলার মাঠ দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ উঠল বাবুহাট এলাকার তৃণমূল নেতা সইফুদ্দিন গাজীর বিরুদ্ধে। বুধবার সকালে সইফুদ্দিনের অনুগামীদের সঙ্গে গ্রামবাসীদের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এই ঘটনায় আহত হয়েছেন অনুমানিক ১০ জন। দুজনকে গুরুতর অবস্থায় মিনাখাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।