
ওঙ্কার ডেস্ক:প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লো তৃণমূলের আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগের গাড়ি।রবিবার আরামবাগের খানাকুলের চিংড়া অঞ্চলে প্রচার করতে এসেছিলেন মিতালি ।সেই সময় কয়েকজন দুষ্কৃতি তার গাড়ী ভাঙচুর করে।মিতালি অবশ্য ওই সময় গাড়িতে ছিলেন না।তৃণমূলের অভিযোগ, মিতালিদেবীর ওপরেই হামলা চালাতে এসেছিল বিজেপির লোকজন। তাঁকে না পেয়ে গাড়িতে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়। এই ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগে।