
শেখ চিকু,কলকাতা: তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলেন ইয়াসির। তৃণমূলে ‘টাইগার’ নামে পরিচিত ছিলেন ইয়াসির। ২০২১ এর নির্বাচনের আগে তিনি বেশ কয়েকবার তাঁর তৎকালীন দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এবারে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন নগরোন্নয়নমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসের যোগদান করলেন ইয়াসির। সাংবাদিক বৈঠকে ইয়াসিরের কংগ্রেসে যোগদান করার বিষয়ে জানান অধীর রঞ্জন চৌধুরী। আইডোলজির কারণে ইয়াসিরের কংগ্রেসের যোগদান বলে এদিন সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এর পরিপ্রেক্ষিতে কংগ্রেসের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম জানান পরজীবী হয়ে বাঁচা যায় না।
ইয়াসিরের তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান ২৪এর লোকসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে যে অন্যতম আলোচিত বিষয় তা বলা বাহুল্য।