
প্রশান্ত দাস,মালদা:রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মালদায় নেতাজির জন্মদিনে সামিল তৃণমূল- সিপিএম নেতৃত্ব।আর সেই মঞ্চ থেকেই নেতাজির জন্মদিনে সারা দেশে ছুটি ঘোষনার দাবি করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও ইংলিশ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
মঙ্গলবার ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়।এই মঞ্চে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলারা।তৃণমূলের এই মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকেও। শাসক দলের নেতা-নেত্রীদের সাথে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন তিনিও।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বলেন , মালদা শহরের সমস্ত স্কুল ক্লাব রাজনৈতিক দলগুলি একসাথে মিলে নেতাজীর জন্মদিন পালন করছে খুব ভালো লাগছে।আমরা সবাই নেতাজির ভক্ত। এখানে রাজনৈতিক কোন ব্যাপার নেই। পাশাপাশি নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা না করার জন্য বিজেপির সমালোচনা করেন তিনি।তৃনমূলের মঞ্চে সুজনের আসা প্রসঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন আমরা পৌরসভার পক্ষ থেকে নেতাজীকে মাল্যদান করছিলাম ।ঠিক সেই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন ,আমরা তাকেও আমন্ত্রণ জানাই। এটা আমাদের নাগরিক দায়িত্ব ।একই মঞ্চে তৃনমূল ও সিপিআইএমের দুই হেভিওয়েট নেতা কে দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।