
বিক্রমাদিত্য বিশ্বাস,রায়গঞ্জ: রায়গঞ্জ এ নিজের বাড়ির সামনে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সভানেত্রী তথা রায়গঞ্জ পৌরসভার ১৭ নং ওয়ার্ডের কোঅর্ডিনেটর চৈতালী ঘোষ সাহা। তার বাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ । ।অভিযোগ বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অনুগামী প্রসেনজিৎ সাহার নেত্তৃত্বে ১৮ নং ওয়ার্ডের কিছু ছেলে এসে চৈতালী দেবী এবং তার স্বামীকে আক্রমণ করে,এবং তাদের বাড়ি ভাংচুর করেন। বর্তমানে তাকে রায়গঞ্জ গভ: মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ পৌরসভার সহ প্রশাসক অরিন্দম সরকার হাসপাতালে চৈতালী দেবীকে দেখতে এসে এই ঘটনার নিন্দা করেন । তিনি রাজ্যের নেত্তৃত্বকে অবলম্বে এই ব্যপারে হস্তক্ষেপ করার জন্য অনুরোধও করেন।
যদিও মুল অভিযুক্ত প্রসেনজিৎ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে বলেন জেলা সভানেত্রী তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন তাকে কেউই নিগ্রহ করেনি বরং চৈতালী দেবী তাকে মেরেছেন তার কানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তিনি পুলিশ প্রশাসনে এই ব্যপারে অভিযোগ জানাবেন।