
ওঙ্কার ডেস্ক:এক তৃণমূল নেতার মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ক্যানিং এর জীবনতলার এলাকায়।পরিবারের অভিযোগ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।মৃতের নাম রবীন্দ্রনাথ মন্ডল ,বয়স ৪৩ বছর। তিনি ২১৮ নং বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন। ইতিমধ্যেই পুলিশ এসে সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে। ছয় জনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। এই ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।তবে আর্থিক লেনদেনের জন্য এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।