
গোপাল শীল,জয়নগর:প্রকাশ্যে এসেছে সইফুদ্দিন খুনের সিসিটিভি ফুটেজ।এই ফুটেজে দেখা গেছে , সইফুদ্দিন ধীরে সুস্থে হাঁটছেন রাস্তা দিয়ে।তারপর হঠাৎই তাঁর পাশ ঘেঁষে দুটো মোটরবাইক এসে দাঁড়ায়। তবে তার পরে কি হয়েছিল তা দেখা যায়নি। তবে ঘটনাস্থলে ছুটে আসতে দেখা যায় বেশ কয়েকজনকে । এরপরেই মৃত্যু হয় ওই তৃনমূল নেতার । এই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। । জয়নগরের তৃণমূল নেতা খুনের পেছনে ভাড়াটে খুনি রয়েছে বলে , তা আগেই অনুমান করেছে পুলিশ। এছাড়াও এই খুনের পেছনে “পাকা মাথা” আছে বলেও অনুমান করা হচ্ছে। আবার সইফুদ্দিন খুনে এক লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলেও অনুমান পুলিশের । সেই ভাড়াটে খুনিদের খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।। এখনও পর্যন্ত খুনের ঘটনায় দু’জনের হদিস পাওয়া যায়নি বলে জানাচ্ছে পুলিশ।