
ওঙ্কার ডেস্ক:এবার আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় নাম উঠল তিনতলা বাড়ির মালিক,এক তৃণমূল নেতার। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের কাটাবেনিয়া গ্রামের ঘটনা। এলাকাবাসীর দাবি, শাসকদলের নেতা হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে নিজের নাম তুলেছেন অভিযুক্ত তাপস চট্টোপাধ্যায়। যে আধিকারিকরা সার্ভে করেছেন তাদেরকে গোয়ালঘর বা কোনও রান্নাঘর দেখিয়ে এমনটাই করা হয়েছে বলে দাবি তাঁদের।
এলাকাবাসীর আরোও অভিযোগ, দোতলা তৈরি হবার পর তিন তলা প্রায় শেষের পথে তাপস চট্টোপাধ্যায়ের ওই বাড়িটির। অন্যদিকে গ্রামের একাধিক পরিবার এখনও মাটির বাড়িতে থাকেন। কিন্তু তাদের নাম নেই আবাসের তালিকায়। অথচ আগের তালিকায় তারা প্রকৃত প্রাপক হিসাবে চিহ্নিত হয়ে তালিকাভুক্ত হয়েছিলেন।
আগামী দিন যদি তদন্ত করে বঞ্চিতদের বাড়ী না দেওয়া হয়, তাহলে বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা রাজেশ চট্টোপাধ্যায়।এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে আবাসের তালিকায় প্রকৃত প্রাপকদের নাম ওঠে কি না এখন সেটাই দেখার।