
গোপাল শীল,কাকদ্বীপ:লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর থেকে রাজ্য জুড়ে হিংসা থামার কোন লক্ষণ নেই। এবার এক তৃণমূল সমর্থক কে প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দিয়ে চিঠি দিলো দুষ্কৃতীরা। একবার দুবার নয় তিন তিনবার হুমকি দেওয়া চিঠি এসেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার পথপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর দিনই প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা, পূর্ণিমা দাসের বাড়িতে হুমকির চিঠি আসে। সেই চিঠিতে পূর্ণিমা দাসের নাতনিকে প্রাণনাশের ও ধর্ষনের হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে পুলিশকে জানানোর পরও একইভাবে দু দুবার হুমকির চিঠি এসেছে। স্বহাভিক ভাবেইবিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছে ওই পরিবার। । তবে এই চিঠির পেছনে কোন রাজনৈতিক ব্যাপার রয়েছে না সম্পূর্ণটাই পারিবারিক বিষয়,তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।তদন্ত শুরু করেছে পুলিশ