
শেখ এরসাদ, কলকাতা – ব্যাঙ্কশাল আদালতে নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার শুনানি হল মঙ্গলবার। এদিন জেল হেফাজতের মেয়াদ শেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করা হল স্বশরীরে। সেই শুনানি চলাকালীনই আংটি, মাদুলি, পৈতে ইত্যাদি জিনিস ফিরে পেতে আর্জি জানালেন তিনি। তাঁর দাবি, প্রায় এক বছর আগে তাঁকে যখন গ্রেপ্তার করা হয় সেসময়ে এসব জিনিস জমা নেন ইডি আধিকারিকরা। কিন্তু এখনও তিনি সেসব ফেরত পাননি। সিজার লিস্টেও কোনো উল্লেখ নেই জিনিসগুলির। বারবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। যে তিনজন অফিসার তাঁর জেরা করেছিলেন তাঁদের মধ্যে একজন বদলি হয়ে গেছেন। বাকি দুজনও যদি বদলি হয়ে যান তাহলে হয়ত আর সেসব ফিরে পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।