
জয়ন্ত সাহা, আসানসোল: পুলিশের একাংশের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আর কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশন। রাতারাতি সাসপেন্ড বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডল।
বৃহস্পতিবার নবান্নে নিচু তলার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড আসানসোলের বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। পুলিশ সূত্রের দাবি, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় মনোরঞ্জন মণ্ডলকে। মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের একহাত নেওয়ার পর এই সাসপেনশন তাই উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী। কারণ হিসেবে জানা গিয়েছে, অপেশাদারিত্ব। যদিও কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ তা স্পষ্ট করা হয়নি। পুলিশ সূত্রে আরও দাবি আগেই মনোরঞ্জন মণ্ডল-সহ অন্যান্য কয়েকটি থানার ওসির বদলির নির্দেশ এসেছিল। শোনা যাচ্ছিল, অন্ডাল থানার দায়িত্ব পেতে পারেন মনোরঞ্জন মণ্ডল।যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, চুনোপুঁটি পুলিশকে সাসপেন্ড করে লাভ নেই।সাহস থাকলে মুখ্যমন্ত্রী আসানসোলের তৃণমূল নেতা অসিত সিং বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান।