
ওঙ্কার ডেস্ক: পয়লা জানুয়ারি মানে শুধু নতুন বছরের উদযাপন নয়। পয়লা জানুয়ারি মানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসও। রাত ১২ টা থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, বাজি ফাটিয়ে পতাকা উত্তোলন করে শুরু হয় নতুন বছরের উদযাপন। এদিন সকালেও রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকে চলছে বিভিন্ন কর্মসূচি। তাছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন কর্মসূচি। তৃণমূলের ব্লক থেকে শুরু করে জেলা, প্রত্যেক স্তরের কর্মীদের মুখ থেকে একটাই কথা শোনা গেল, এবছরের প্রতিষ্ঠা দিবস থেকে তাদের লক্ষ্য হল ২৬-এর বিধানসভা ভোট, নতুন বছরে নতুন সংকল্প নিয়ে ভোটের ময়দানে নামতে চান তারা। এদিন বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফ থেকে বিভিন্ন জনকল্যামূলককাজের আয়োজন করা হয়েছে।
সকালেই দলের সকল কর্মীকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের লেখা একটি গানও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। গানটি গেয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে কংগ্রেস নেতা সোমেন মিত্রর সাথে মতবিরোধের কারণে কংগ্রেস ত্যাগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই আসে বঙ্গ রাজনীতির সেই ঐতিহাসিক দিন পয়লা জানুয়ারি, যেদিন মমতা তৈরি করেন তৃণমূল কংগ্রেস। তখন বাংলা জুড়ে রাজ করছে সিপিএম। এরপরের ঘটনা ইতিহাস। বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে সিপিএমকে মুছে দিয়ে তিনবার সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী।
ভিডিও দেখুন-