
শেখ এরশাদ,কলকাতা : ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বৃহস্পতিবার তৃণমূলের ‘রাজভবন চলো’ অভিযান।মঙ্গলবার দিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ, বিধায়ক, প্রতিনিধিরা। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিও দেখা করেননি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে।এর পর কৃষি ভবনের ভিতরেই ধর্না করেন তৃণমূল নেতৃত্ব। এরপরই অভিষেকসহ তৃণমূলের নেতা মন্ত্রীদের আটক করে দিল্লি পুলিশ। রাতেই অবশ্য ছাড়া পান সকলে। ছাড়া পাওয়ার পরেই অভিষেক এক লক্ষ কর্মী নিয়ে রাজভবন ঘেরাওয়ের ডাক দেন দিল্লি থেকেই। অভিষেক জানান,দিল্লিতে নিয়ে যাওয়া ৫০ লক্ষ চিঠি রাজ্যপালের হাতে তুলে দেবেন তাঁরা। সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে “রাজভবন চলো” কর্মসূচি। যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোস এখন কলকাতায় নেই। তিনি গেছেন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে।