
নিজস্ব প্রতিনিধি : একুশে জুলাইয়ের সভা শুরুর আগে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে।সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে আটক করে পুলিশ।ধৃত যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ,ভোজালি,মাদক দ্রব্য উদ্ধার হয়।পুলিশ লেখা বোর্ড গাড়িতে লাগিয়ে সে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অপেক্ষা করেছিল বলে জানা গেছে। সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে পুলিশ কর্মী হিসাবে পরিচয় দেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয় ।কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন ,যুবকটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে,সে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা,নাম শেখ নুর আমিন। কি উদ্দেশ্যে সে এসেছিল , তা জানার চেষ্টা করছে পুলিশ।
অপরদিকে ধৃত নুর আমিনের স্ত্রী পুনম বিবি জানিয়েছেন তার স্বামী মানসিক ভারসাম্যহীন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কেন তার স্বামী গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এই ঘটনার জন্য রাজ্যের পুলিশ ও প্রশাসনকেই দায়ি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের পুলিশ ক্রমশ অদক্ষ হয়ে পড়ার জন্য এই ধরনের ঘটনা ঘটছে।
বর্তমানে ওই যুবককে জেরা করছে কালীঘাট থানার পুলিশ। কি উদ্দেশ্যে ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গিয়েছিলো তা জানার চেষ্টা করা হচ্ছে।