
শেখ এরশাদ,কলকাতা : তৃণমূলের শহীদ দিবস অর্থাৎ একুশে জুলাইকে সামনে রেখে অভিনব ট্যাবলো তৈরি তৃণমূল কর্মীর। ‘দিল্লির সরকারে পরিবর্তন চাই’ এই থিমকে সামনে রেখে ট্যাবলো সাজিয়েছেন এক তৃণমূল সমর্থক। ট্যাবলো নিয়ে একুশে জুলাই এর সভা চত্বরে দেখা গেল হাজরার বাসিন্দা অর্জুন সরদারকে।অর্জুন পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। নিজের ভ্যান রিকশাতেই ট্যাবলো সাজিয়েছেন অর্জুন। একুশের স্মৃতি,সবুজায়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প সহ নানান ছবি দিয়ে সাজানো হয়েছে এই ট্যাবলোকে। অর্জুন সরদার জানান,টানা এক মাস ধরে অক্লান্ত পরিশ্রমে তিনি সাজিয়ে তুলেছেন এই ট্যাবলো। তিনি আরও বলেন, সকল তৃণমূল কর্মী সমর্থকদের আশা ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা দেখতে চান।
উল্লেখ্য,২০২৪ এই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে ইতিমধ্যেই। আগামী লোকসভা ভোটকে কেন্দ্র করেও একুশে জুলাই এর মঞ্চ থেকে বিশেষ বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে রাজনৈতিক মহল।