
নিজস্ব প্রতিনিধিঃ আজ সোমবার ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মত এবছরেও মেয়ো রোডের ক্রসিংয়ে প্রতিষ্ঠা পালন হবে। সমাবেশে প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে রেকর্ড ছাত্র সমাবেশ করানোর প্রচেষ্টায় তৃণমূল ছাত্র সংগঠন। শহর জুড়ে হোর্ডিং লাগানো হয়ে গেছে। এর আগে জেলায় জেলায় প্রস্তুতি সভাও করা হয়েছে। এদিন সকাল থেকে পুলিশের আটোসাটো প্রস্তুতি। সকাল থেকেই ছাত্ররা আসতে শুরু করেছে মেয়ে রোড গান্ধী মূর্তি কাছে।