
আশিষ মন্ডল ,বীরভূম:
তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তাকে একটা ভ্যাকসিন দেওয়া হয় । সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে চোর এবং দুর্নীতি ভ্যাকসিন। এই ভ্যাকসিন নেওয়ার পর তারা সবাই চোর হয়ে যায়। তারাপীঠে এসে তৃনমূল নেতা নেত্রীদের কটাক্ষ করে মন্তব্য বিজেপির খড়গপুরের বিধায়ক হিরন চট্টোপাধ্যায়ের । এই প্রসঙ্গে দেব , সায়নী ঘোষ ও নুসরত জাহানকেও আক্রমণ করেন তিনি।প্রসঙ্গত দুদিনের সফরে বীরভূমে এসেছেন খড়গপুর বিধায়ক হিরন চট্টোপাধ্যায়।আজ বেলা সাড়ে দশটা নাগাদ যান তারাপীঠ মন্দিরে পুজো দিতে।পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন হিরন। এবং আর্থিক দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন তৃনমূল নেতা নেত্রীদের ।তিনি বলেন তৃণমূলে এলেই চোর ও দুর্নীতির ভ্যাকসিন দেওয়া হয়।তাই দেব,সায়নী ঘোষ ও নুসরত জাহানরাও এবার টাকা নিতে শুরু করেছে।