
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর: মহিষাদল, তমলুক, কাঁথির পর এবার এগরাতেও মুখ পড়ল শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম ছাড়া সবগুলি সমবায় নির্বাচনে হেরে এবার নিজের গড়ে কার্যত চাপের মুখে শুভেন্দু অধিকারী। ২০ ডিসেম্বর ছিল এগরার জুমকি সমবায় সমিতির নির্বাচন। বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি, মাণিকাদিঘী, বিশ্বনাথপুর, সিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি, ১২ টি আসনের সমবায়ে ১২টি আসনেই জয়লাভ করেছে তৃনমূল। এলাকার ব্লক তৃণমূল সম্পাদক বলেন, বিজেপি পঞ্চায়েত অফিসগুলিকে নিজেদের পার্টি অফিস বানিয়ে ফেলেছে, তাই এই জয় নিশ্চিত ছিল। ৫৮০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫২৬। এদিনের নির্বাচনে সমবায়ের বোর্ডটি তৃণমূলের দখলেই চলে গেল, যার জেরে শাসকদল দাবি করেছে, বিজেপির ‘চরম সাংগঠনিক দুর্বলতা’ প্রমাণ করেছে এই ফল। বিজেপির তরফে দাবি করেছে তাঁরা স্থানীয় স্তরে কোনও গন্ডগোলের আঁচ পাচ্ছেন। কিন্তু এগরা ১ ব্লকের সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন, ভোট শান্তিপূর্ণ ভাবে করাটা চ্যালেঞ্জ ছিল, এবং তা সফলভাবে হয়েওছে। নিজের এলাকাতে সমবায় নির্বাচনগুলিতে হারার পর, প্রশ্ন উঠেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব নিয়ে, রাজ্যের বিরোধী দলনেতা হয়ে যদি নিজের এলাকার সমবায় ভোটে না জেতাতে পারেন দলকে তাহলে বাংলায় বিজেপির ভবিষ্যৎ।