
নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষা আর মাত্র কয়েক দিনের তারপরেই প্রকাশ হবে ২০২৪ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এর আগে বঙ্গ রাজনীতির মূল আলোচ্য বিষয় রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে ঘিরে। লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নিজস্ব কেন্দ্র ডায়মন্ডহারবারেই সীমাবদ্ধ রাখতে চান বলে ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায়। এর পরই বঙ্গ রাজনীতিতে শুরু হয় গুঞ্জন, তবে কী তৃণমূল সর্বচ্চ নেতৃত্বের সঙ্গে কোন বিষয়ে মতবিরোধেই কী অভিমানী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর মধ্যেই ১ জানুয়ারি দলের ২৭ তম প্রতিষ্ঠা দিবসে মুখ খুললেন তৃনমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ।তিনি জানিয়েছেন, ‘এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত।
বছরের প্রথম দিনে, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস নিয়ে নিজস্ব এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দোপাধ্যায় লিখেছেন নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন, বিষাদ, গ্লানি মুছে যাক। একসঙ্গে সততা ও সংহতির সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকব।
দলনেত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় দলীয় সমর্থকদের উদ্দেশে লেখেন দলের প্রতিটি কর্মী দেশমাতৃকার সম্মানে, বাংলা মায়ের স্বার্থে এবং মানুষের গনত্রান্তিক অধিকারের লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ থাকবে। একই সঙ্গে এদিন তৃনমূলের রাজ্য দফতরে দলীয় পতাকা উত্তোলিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ শান্তনু সেন, দোলা সেন, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ তৃণমূল নেতৃত্ব।