
বিক্রমাদিত্য বিশ্বাস, ইসলামপুর : ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব. তৃণমূলের দুই গোষ্ঠীর বাকবিতন্ডায় রবিবার উত্তপ্ত হয়ে উঠলো কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা. সোমবারও থমথমে এলাকা, চলছে পুলিশের টহলদারি.
রবিবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর বাকবিতন্ডায় জেরে ফের উত্তপ্ত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা। জানা গিয়েছে ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয় ঘরে ও গাড়িতে। অভিযোগের তীর বর্তমান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের লোকজনের বিরুদ্ধে।
পাল্টা বোমাবাজির অভিযোগ আব্দুল হকের লোকজনের বিরুদ্ধে। গাড়িতে থাকা মজুদ বোমা ফেটে আগুন লেগেছে, দাবি তৃণমূল নেতা মহম্মদ কামালউদ্দিনের।
তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্বের কারণে এই ঘটনা দাবি কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের।
প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই এলাকা থমথমে রয়েছে, বেশির ভাগ দোকান পাট বন্ধ। এলাকায় পুলিশের টহলদারি চলছে।