
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের আগে জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। তেড়েফুঁড়ে জনসংযোগে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলিও। ভোট যত এগিয়ে আসছে, তত বাড়ছে আক্রমণ-প্রতিআক্রমণ। এরই মধ্যে আবারও উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর খাস তালুকে তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ।
নন্দীগ্রাম ১নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি রাখোহরি ঘড়া। দোকান থেকে বাড়ি ফেরার পথে মহম্মদপুর বাজার লাগোয়া ব্রিজের উপর অতর্কিতে তার ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। মদের বোতল দিয়ে মারধর করা হয় তাঁকে এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ আক্রান্ত তৃণমূল নেতার। রাখোহরি ঘড়া জানান, কোনওরকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। যদিও তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির।
উল্লেখ্য, ২০২৩-এর পঞ্চায়েত ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। আসন্ন লোকসভা ভোটেও কি তার পুনরাবৃত্তি ঘটবে, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।