
নিজস্ব প্রতিনিধি: শিল্প সম্মেলনের শেষ দিনে ফের একবার ক্ষুব্ধ ও কুটির শিল্পে জোর দিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বিনিয়োগকারিদের উদ্দেশ্যে তাঁর দাবি জমি,পরিকাঠামো তৈরি। এবার গন্তব্য বাংলা। কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ছিল মমতার বক্তব্যে। বক্তব্যের শুরুটা করেছিলেন তাত্ত্বিক ঢংয়ে । শুরুতেই বলেন,অনেকে স্বপ্ন দেখেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ করা সবার পক্ষে সম্ভব হয় না। তবে খোলস থেকে বেরাতে বেশি সময় নেন নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে একদিকে যেমন জোর দিয়েছেন ক্ষুদ্র কুটির শিল্পের ওপর। অন্যদিকে শিল্পপতিদের এজেন্সির ভয় দেখানোর প্রসঙ্গ তুলে কেন্দ্রকে নিশানাও করেছেন মমতা। সারা দেশে যখন কর্মসংস্থান কমেছে, এরাজ্যে ৪০ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে বলে দাবি করেন মমত।
বুধবার শেষ দিনে মুখ্যমন্ত্রী জানান, এবারের সামিটে ১৮৮ টি মৌ এলআই সাক্ষর হয়েছে। মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। যদি বিরোধীদের দাবি বিগত বছরের মতো এবারের সামিটও মৌ আর ঘোষণার মধ্যেই আটকে রইল। সিদ্ধান্ত আর বাস্তবায়নের ফারাকের মতো।