
ওঙ্কার ডেস্ক:সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৬ জনের! মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার পঞ্চমীর বড়পোল এলাকায়। জানা গেছে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার কাশিগঞ্জের বাসিন্দা শ্যামাপদ বাগের স্ত্রী অপর্ণার পেটের যন্ত্রনা শুরু হলে প্রথমে তাকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল পরে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার গভীর রাতে ঘাটাল হাসপাতালে অপর্ণার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। একটি অ্যাম্বুলেন্সে করে অপর্ণার স্বামী সহ শ্যামচক গ্রামের বাপের বাড়ি সদস্যরা অপর্ণাকে ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেয়। তারপরেই পঞ্চমীর কাছে বড়পোল এলাকায় একটি সিমেন্ট বোঝাই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অপর্ণা ও অ্যাম্বুলেন্স চালক অভিষেক মল্লিক। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবং বিধায়ক দীনেন রায়ের উদ্যোগে শনিবার সকাল ১০টা নাগাদ অপর্ণা বাগকে সংকটজনক অবস্থায় কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে, সাতসকালেই এই মর্মান্তিক খবর আসার পর ক্ষীরপাইয়ের কাশিগঞ্জ এলাকা জুড়ে দেখা দিয়েছে শোকের ছায়া।