
বাবলু প্রামানিক,দক্ষিন২৪পরগণা : ঘোড়া দৌড় প্রতিযোগিতার কথা নিশ্চয়ই শুনেছেন সকলে,কিন্তু গরু দৌড় প্রতিযোগিতার কথা শুনেছেন কি?গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় বর্ষাকালে এই প্রতিযোগিতা হয়ে থাকে। এই প্রতিযোগিতাকে ‘মই ছাড়া’ও বলা হয়। তবে কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী এই খেলা বা প্রতিযোগিতাগুলি। এখন বেশিরভাগ অংশেই সেভাবে আর দেখতে পাওয়া যায় না এই ধরনের প্রতিযোগিতা। তবে এখনও বেশ কিছু জেলা ঐতিহ্যবাহী এই গরু দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ধরে রেখেছে পুরানো ঐতিহ্য।দক্ষিণ ২৪ পরগণার বকুলতলা থানা এলাকার হানারবাঢী ও বাগমারি এলাকায় টানা তিন দিন ধরে এই মৈ ছাড়া প্রতিযোগিতার আয়োজন করল হানারবাঢী সোনালী সংঘ ও বাগমারি গ্রামবাসীবৃন্দ। এই প্রতিযোগিতায় জয়নগরসহ বিস্তীর্ণ এলাকা থেকে শতাধিকের বেশি গরু নিয়ে আসেন প্রতিযোগিরা। এ প্রসঙ্গে প্রতিযোগিতার উদ্যোক্তা আব্দুল সর্দার বলেন, গ্রামীণ ঐতিহ্য একে একে বন্ধ হয়ে যাচ্ছে । পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই আমরা ৩ বছর ধরে এই অনুষ্ঠান চালিয়ে আসছি।
এই গরু দৌড় প্রতিযোগিতা জমি চাষের পক্ষেও অনেকটা উর্বর বলে জানান গ্রামবাসীরা। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেন খেলা শেষে তাদেরকে পুরস্কৃত করা হয়। গরু দৌড় দেখতে বহু মানুষ ভিড় জমান হানারবাঢী ও বাগমারি এলাকায়। দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকায় মেলার আয়োজনও করা হয়।