
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ ফের রেললাইনে ধস। তার জেরে ব্যাহত রেল চলাচল। শুক্রবার শিয়ালদা বনগাঁ শাখায় আপ লাইনে বন্ধ ছিল ট্রেন পরিষেবা।
এদিন সকাল ৮ টা নাগাদ মসলন্দপুর ও হাবড়া স্টেশনের মাঝে রেল লাইনে ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় আপ লাইনের ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন বন্ধ থাকার কারণে ডাউন লাইনেও ব্যাহত রেল পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। ভারী বৃষ্টির কারণে রেল লাইনে ধস নেমেছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। বেলা গড়ালেও শিয়ালদা বনগাঁ শাখায় টেন চলাচল স্বাভাবিক হয়নি।