তামসী রায় প্রধান,কলকাতাঃ পেট্রোল বা ডিজেল নয়, রাজ্য সরকারের দফতর গুলিতে এবার থেকে চলবে বৈদ্যুতিক গাড়ি। এমন টাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
রাজ্য পরিবহণ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাক্সারি ট্যাক্সি যদি ই-ভেহিক্যাল হয়, তাহলে তার ভাড়া হবে মাসে ৪৬ হাজার টাকা। এই ভাড়ায় দিনে সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। তার পরও যদি গাড়ি চলে কিলোমিটার পিছু তার ভাড়া হবে আরও ৮ টাকা করে।
পরিবহণ দফতরের এই বিজ্ঞপ্তির ফলে ১৫ বছর হয়ে যাওয়ায় সরকারি অফিস গুলিতে ভাড়া খাটা প্রায় কুড়ি হাজারের বেশি লাক্সারি ট্যাক্সি বসে যাবে। নবান্ন সূত্রে খবর, লাক্সারি ট্যাক্সির মালিকরা যাতে বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য উৎসাহিত করা হয়েছে। সেকারণেই এই নয়া ভাড়া নির্ধারিত করেছে রাজ্য সরকার।
সূত্রের খবর, এত দিন সেভাবে লাক্সারি ই-ক্যাবের কোনও ভাড়া নির্ধারিত ছিল না। ওয়াকিবহল মনে করছে মাসে ৪৬ হাজার টাকা পাওয়া গেলে লাক্সারি ট্যাক্সি মালিকেরা বৈদ্যুতিক গাড়ি রাজ্যের বিভিন্ন দফতরে ভাড়া দেবেন। বৈদ্যুতিক গাড়ি কিনলে একাধিক ক্ষেত্রে ছাড়ও দেওয়া হবে সরকারের তরফে এমনটাও জানা গিয়েছে।