
ইন্দ্রানী চক্রবর্তী, কলকাতা: বুধবার রাতে ত্রিধারা সম্মিলনীর সামনে প্রতিবাদ বিক্ষোভ থেকে আটক করা হয় ২৯জন বিক্ষোভ কারীদের। তাঁদের মধ্যে ২০ জনকে ছেড়ে দিলেও ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কিন্তু বৃহস্পতিবার দুপুরে গড়িয়ে বিকাল হলেও পেশ করা হয়নি তাঁদের।
কেন? এই প্রশ্নের কোনও উত্তর পাচ্ছেন না প্রতিবাদকারীরা। আজ দুপুরেই অনশন মঞ্চ থেকে ‘সাথীদের’ আইনী সাহায্য নিয়ে আলিপুর জজ্ কোর্টে গিয়েছে জুনিয়র ডাক্তারদের একাংশ। আদালতে উপস্থিত গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সদস্যরাও। প্রত্যেকেরই বক্তব্য বিক্ষোভকারীদের আটক করা নিয়ে জটিলতা ছিলই। বুধবার রাতেই বারবার জিজ্ঞাসা করার পরেও লালবাজার এবং রবিন্দ্র সরোবর থানার পুলিশ কোনও সদুত্তর দিতে পারেননি বলে দাবি আন্দোলনকারীদের। এখন ‘সাথীদের’ আদালতে পেশ করার জন্য অধীর অপেক্ষা করছেন তাঁরা। বিক্ষোভকারীদের মুক্তির অপেক্ষা ধর্মতলার অনশন মঞ্চেও।