
ত্রয়ণ চক্রবর্ত্তী: বর্ণময় বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি। প্রয়াত কলকাতা পুলিসের প্রাক্তন নগরপাল তুষার তালুকদার। বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। নিঃশ্বাসে সমস্যা নিয়ে শনিবার ভর্তি হন বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিনের কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে তাঁর। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়,এদিন ১২ টা নাগাদ মারা যান তিনি। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতা পুলিসের নগরপাল ছিলেন। একাধিক সময় বিতর্কে জড়িয়েছিলেন তুষার বাবু। নগরপাল হয়ে লালবাজার কলকাতা পুলিসের কার্যালয়ে লেনিনের ছবি লাগিয়েছিলেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে মনিষী বলায় বিতর্ক হয়। কিন্তু বিতর্কে জড়ালেও কখনোই তাঁর সততা নিয়ে প্রশ্ন উঠে নি। তিনি নিজেও বামপন্থার প্রতি তাঁর দূর্বলতা গোপন করেন নি। বিখ্যাত লেখক রাহুল সাংকৃত্যায়ন শতবর্ষ কমিটির সভাপতি ছিলেন। এবং তুষারবাবুর উৎসাহে তাঁকে নিয়ে উল্লেখযোগ্য কাজ হয়েছিল। দক্ষিণ কলকাতার বাসিন্দা। ছিল বালিগঞ্জে জগদ্বন্ধু ইনস্টিটিউটশনের ছাত্র। স্কুলের প্রাক্তনীদের সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল।