
সূর্যজ্যোতি পাল, কোচবিহার : কোচবিহারে তৃণমূলের বন্ধ হয়ে থাকা দুটি কার্যালয় খুলল জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অভিযোগ, ভেটাগুড়ির তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে দুটি পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল বিজেপি। শুক্রবার শীতলকুচির জনসভায় গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, এলাকায় বিজেপির পার্টি অফিস বলে কিছু থাকবে না। নিশীথ প্রামাণিককেও তীব্র আক্রমণ শানান তিনি।
খুলল বন্ধ পড়ে থাকা তৃণমূলের দুটি পার্টি অফিস। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে খুলল কার্যালয়। উচ্ছ্বসিত দলের কর্মী-সমর্থকরা। এরপর শীতলকুচির জনসভা থেকে বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ করে তিনি বলেন, বিজেপি ভেবেছে তৃণমূলকে উচ্ছেদ করবে। পাল্টা বিজেপির পার্টি অফিস বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে তীব্র আক্রমণ করে তিনি বলেন, তাঁর বাড়ি গুন্ডাদের আস্তানা, বেআইনি অস্ত্র তৈরির কারখানা। নিশীথের বাড়ি বন্ধ করার নিদানও দেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হুঙ্কারের পর ফের একবার রাজনৈতিক পারদ চড়ল কোচবিহারে।