
উজ্জ্বল হোর : আর জি করে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় পরতে পরতে রহস্য. দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবিতে চলছে আন্দোলন. এই নৃশংস ঘটনার প্রতিবাদে একদিকে যেমন সরব হয়েছে বিরোধী দলগুলো, তেমনি সোচ্চার হতে দেখা গেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে. রাজ্যের গণ্ডা পেরিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের আঁচ. দাবি একটাই, এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে.
আর এই ঘটনাকে ঘিরে শাসক-বিরোধী তরজা সপ্তমে. কলকাতার বিজেপির ধর্না মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কুলাঙ্গার আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, ক’দিন আগেই আঙ্গুল ভেঙ্গে দেওয়ার বিতর্কিত মন্তব্য করেছিলেন উদয়ন গুহ, এমনকি জিন্স প্যান্ট পরা মহিলাদের আক্রমণ করেছিলেন। এদিন সেই প্রসঙ্গ টেনেই উদয়ন গুহ কে নিশানা করলেন নিশীথ প্রামাণিক।
যদিও নিশীথের আক্রমণকে পাত্তা না দিয়ে উদয়ন গুহ বলেন, ‘কে নিশীথ প্রামানিক? এখন কোথায় থাকে? আর জি কর নিয়ে নিজের এলাকায় কোনও আন্দোলন করতে দেখা যায় নি কেন? ও যত কথা বলবে তত ও ডুববে’।