
সুমন্ত দাশ গুপ্ত , নয়া দিল্লিঃ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ও অসম রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপাক্ষিক শান্তি চুক্তি করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উপস্থিতিতে এই চুক্তি হয়েছে। শান্তি চুক্তিতে সই করেছেন আলফার চেয়ারপার্সন অরবিন্দ রাজখাওয়া, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই দিনটিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোনালি দিন বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে অসমে সশস্ত্র জঙ্গি সংগঠন আলফা গ্রুপের জন্ম দিয়েছিলেন আপার অসমের ২০জন যুবক। তাঁদের দাবি ছিল স্বাধীন অসম রাষ্ট্র। এই দাবিতে একেবারে সশস্ত্র যুদ্ধে নেমে পড়েছিলেন তারা। পুরো অসম জুড়ে সংগঠনটি ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। নাশকতা থেকে অপহরণ, হত্যা ছিল এদের নিত্যদিনের কাজ। আলফার নাশকতামূলক কার্যকলাপে গত ৪৪ বছরে অসমে কমপক্ষে ১০হাজার লোকের প্রাণ গিয়েছে। নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ গিয়েছে বহু আলফা জঙ্গিদেরও।