
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তান, দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে মোদী সরকার। এই আবহে এবার রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে চাঁছাছোলা আক্রমণ করলেন নয়াদিল্লির প্রতিনিধি।
রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ ইসলামাবাদের মদতে কী ভাবে সন্ত্রাসের বাড়বাড়ন্ত হয়েছে সেসব বিষয় তুলে ধরেন। হরিশের আগে বক্তব্য রাখেন পাকিস্তানের রাষ্ট্রদূত অসীম ইফতিখার আহমেদ। তিনি কাশ্মীর সমস্যার কথা তুলে ধরেন। সেই ভাষণের জবাব দিতে উঠে পাকিস্তানকে নিশানা করেন হরিশ। তিনি বলেন, ‘পাকিস্তানে সাধারণ মানুষের নাগরিক সুরক্ষা বলে কিছু নেই। কারণ, ওরা সাধারণ মানুষ আর জঙ্গির মধ্যে কোনও পার্থক্য করে না।’ শুধু তাই নয়, অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ভারত যখন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল, তার পর ভারতের সীমান্ত এলাকার গুরুদ্বার, মন্দির এবং স্কুলগুলিকে পাকিস্তান টার্গেট করেছিল বলে উল্লেখ করেন তিনি। পাক হানায় ২০ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। নারকীয় সেই জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী। সন্ত্রাসে পাকিস্তানের মদত এবং ভারতের অপারেশন সিঁদুর অভিযান নিয়ে ইতিমধ্যে বিশ্বকে বার্তা দিতে সাত প্রতিনিধিদল বিভিন্ন দেশে রওনা দিয়েছেন। সেই আবহে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করল ভারত।