
ওঙ্কার বাংলা ডেস্ক: রাজ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিল পাশ হল বিধানসভায়। মঙ্গলবার এই বিল পাশ হয়। ‘দ্য রবীন্দ্রনাথ টেগোর ইউনির্ভাসিটি বিল ২০২৪’ এবং ‘রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪’ এদিন অধিবেশনে পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ায় এই বিশ্ববিদ্যালয়টি চালু হবে। আগামী ২০২৫ সালের জুলাই মাস থেকে এই বিশ্ববিদ্যালয় চালু হতে পারে। দুটি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিল পেশের পর আলোচনা করতে গিয়ে বেশ কিছু সংশোধনী প্রস্তাব দেন বিজেপি বিধায়ক তথা পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি মোট ৬৪টি সংশোধনী আনেন। ‘দ্য রবীন্দ্রনাথ টেগোর ইউনির্ভাসিটি বিল ২০২৪’ নিয়ে আলোচনার সময় টেগোর শব্দে আপত্তি জানান শঙ্কর। তিনি বলেন টেগোরের বদলে ঠাকুর শব্দটি বসানো হোক বিশ্ববিদ্যালয়ের নামে। কারণ টেগোর শব্দে ঔপনিবেশিক ছোঁয়া রয়েছে। বিজেপি বিধায়কের সঙ্গে একমত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে জানানোর কথা বলেন। এদিন বিল পাশ উপলক্ষে বিধানসভায় এসেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সন্ন্যাসীরাও। তাঁরা মুখ্যমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ দিয়েছেন।