
নিজস্ব প্রতিনিধিঃ মমতা মন্ত্রীসভার প্রক্তন মন্ত্রী এবার রাজ্য সভায় যাচ্ছেন। না তৃণমূলের টিকিটে নয়। তিন রাজ্যসভায় যাচ্ছেন হাতে পদ্ম নিয়ে যোগী রাজ্য উত্তর প্রদেশ থেকে। তিনি আর কেউ নন, তিনি প্রাক্তন সিবিআই কর্তা তথা প্রাক্তন তৃণমূলে বিধায়ক উপেন বিশ্বাস। এমনটাই গুঞ্জন সর্ব ভারতীয় রাজনীতিতে। সেই গুঞ্জনকে কয়েক গুন বাড়িয়ে দিয়েছে সংঘ প্রধান মোহন ভাগবদের সঙ্গে উপেন বিশ্বাস বৈঠকে খবর সামনে আসতেই।