
অমিত কুমার দাস, কলকাতা : প্রাথমিকে শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি আর কার্যকর হবে না। অফলাইনে বদলির আভেদন গ্রহণ করার নির্দেশ হাইকোর্টের. সোমবার তামান্না বেগম নামে এক শিক্ষিকার বদলির আবেদনের মামলায় বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ, এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে। ফলে, ২৯ সেপ্টেম্বর ২০২২ থেকে পোর্টাল বন্ধ থাকায় বদলি আটকে থাকার যে কারণ তা সমাধান হলো বলে মনে করছেন আইনজীবীরা।
আদালতের বক্তব্য, এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সব ওই একইভাবে বিবেচনা করতে হবে বোর্ডকে।