
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : দুয়ারে লোকসভা নির্বাচন। আর ভোট যত এগিয়ে আসছে, ততই তেড়েফুঁড়ে প্রচার করছেন প্রার্থীরা। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ।
পূর্ব মেদিনীপুরের কাঁথি, অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। শুভেন্দু অধিকারীর খাস তালুকে বৃহস্পতিবার সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক। পাশাপাশি, রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি এবং কাঁথি জেলা তৃণমূল সভাপতি পিযূষকান্তি পন্ডাকে সঙ্গে নিয়েই কাদুয়া গ্রাম পঞ্চায়েতের মাইতিহাটে বুথভিত্তিক কর্মীসভাও করেন উত্তম। উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরিও। কর্মীসভার আয়োজন করা হয় সটিলাপুরেও। এদিন উত্তম বারিক বলেন, ‘সব জায়গাতেই প্রচারে মানুষের ভালো সাড়া পাচ্ছি’।