
নিজস্ব প্রতিনিধি, কালিয়াগঞ্জঃ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেফতার করল অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। তার বিরুদ্ধে দেশের আভ্যন্তরীণ তথ্য পাকিস্তান, ইরান, প্যালেস্টাইনে পাচার করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো। বাড়ি কালিয়াগঞ্জ থানার কাঁকড়া মোড় এলাকায়। দেশের আভ্যন্তরীণ তথ্য পাচার নয়, মুক্তা’র বিরুদ্ধে বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে বলে জানা গিয়েছে।
অ্যান্টি টেরোরিজম স্কোয়াড সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুম্বইয়ে একজন জঙ্গি ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করে মুক্তা মাহাতোর নাম জানতে পারে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের গোয়েন্দারা। পাশাপাশি মুক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিস পান তদন্তকারীরা। সেই অ্যাকাউন্ট থেকে জঙ্গি গোষ্ঠীর একাধিক বার কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। আরও জানা গিয়েছে, ধৃত যুবক ভারতীয় নৌসেনার পাশাপাশি একাধিক বন্দরের গোপনীয় তথ্য ভিন দেশে পাচার করেছে বলে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের হাতে তথ্য এসেছে।
রবিবার রায়গঞ্জ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত তোলা হয় ধৃত মুক্তা মাহাতোকে। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। এদিন আদালতে, ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের তরফে। বিচারক আবেদনে সারা দিয়ে, ধৃতকে সোমবার মুম্বইয়ের বিশেষ আদালতে তোলার নির্দেশ দেন।’