
ওঙ্কার ডেস্ক: বিভিন্ন জায়গার নাম বদল করে একাধিক বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সেই পথে হেঁটে শিরোনামে উঠে এলেন বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সে রাজ্যের চার জেলার ১৫টি জায়গার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, মুঘল বাদশা এবং মুসলিম রাজা, জমিদার প্রমুখের নামে পরিচিত এমন ১৫ জায়গার নাম পাল্টে দেওয়া হবে। কিন্তু কেন নাম বদলের সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রীর দাবি, স্থানীয় মানুষের ভাবাবেগকে সম্মান জানাতে নাম পালটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এমন ব্যক্তি যারা ভারতের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করেছেন তাঁদের নামে এলাকাগুলির নতুন নামকরণ করা হবে।
উত্তরাখণ্ডে চার জেলার যে ১৫ এলাকার নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে হরিদ্বার ছাড়াও রয়েছে দেরাদুন, নৈনিতাল ও উধমপুর। হরিদ্বারের গাজিয়ালির নাম বদলে করা হবে আর্যনগর, চাঁদপুরকে বদলে করা হবে জ্যোতিবা ফুলে নগর, মহম্মদপুর জাট হবে মোহনপুর জাট, খানপুল কুর্সলির নাম রাখা হবে আম্বেদকরনগর।
দেরাদুনের যে জায়গাগুলির নাম বদল করা হবে সেগুলি হল মিয়ানওয়ালা, যার নাম বদলে রাখা হবে রামজিওয়ালা, পিরাওয়ালা যার নাম বদলে করা হবে কেশরীনগর, চাঁদপুর খুর্দ যার নাম বদলে রাখা হবে পৃথ্বীরাজনগর এবং আবদুল্লাহনগর যার নাম বদলে করা হবে দাক্সনগর। এছাড়া নৈনিতালের নবাবী রোডের নাম বদলে অটল মার্গ রাখা হবে বলে মুখ্যমন্ত্রী ধামী জানিয়েছেন। নাম বদলের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছে বিজেপি।
উল্লেখ্য, গত সপ্তাহে যোগী রাজ্য উত্তরপ্রদেশের বারাণসীর পুর নিগম শহরের ৫০টির বেশি জায়গার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে প্রস্তাব পাশ করানো হয়েছে। ওই জায়গাগুলির মুসলিম নাম বদলে হিন্দু দেব-দেবী এবং সাধুসন্তের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।