
তামসী রায়প্রধান: ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গ সফরের সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ি উপনির্বাচনের পর এটাই মমতার প্রথম উত্তরবঙ্গ সফর। নবান্ন সূত্রের খবর , দিনক্ষণ স্থির না হলেও ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। জানা গিয়েছে ডিসেম্বরের ৫ তারিখের পর যে কোনওদিন পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, উত্তরবঙ্গে দুটি প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি চা বাগানের শ্রমিকদের সঙ্গেও দেখা করার কথা তাঁর। উল্লেখ্য, স্পেন সফর থেকে ফেরার পর পায়ের সমস্যায় দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। সদ্যই তিনি নবান্নে যাতায়াত শুরু করেছেন। সুস্থতার পর এটাই তাঁর প্রথম জেলা সফর।