
শেখ মিলন, ভাতাড়ঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত।এবার পূর্ব বর্ধমানের ভাতাড়ের এক কংগ্রেস কর্মীর গাড়ী পুড়িয়ে দিলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ভাতাড়ের বালসীডাঙ্গা গ্রামে ।আক্রান্ত কংগ্রেস কর্মীর নাম সেখ আলিম। । তিনি নিজেই গাড়িটিকে চালান, ভাড়া খাটিয়ে দিনগুজরান হয় তার।গত পঞ্চায়েত ভোটে জাতীয় কংগ্রেসের হয়ে ভাতাড় গ্রাম পঞ্চায়েতের বালসিডাঙ্গা গ্রামের ২২২ নম্বর বুথে প্রার্থী হয়েছিলেন সেখ আলিমের স্ত্রী সাবিনা ইয়াসমিন বেগম। সেখ আলিম বলেন, রাজনৈতিক শত্রুতার কারণেই তার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় গাড়ির ভিতরে রাখা ভোটার, আধার কার্ড, গাড়ির ব্লু বুক,লাইসেন্স, বীমার কাগজপত্র সবই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান সেখ আলিম।