
প্রতীতি ঘোষ,ভাটপাড়া: বিশ্বকর্মা পুজোর আগে মালিক ও শ্রমিক দ্বন্দ্বের জেরে হঠাৎই বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল। এই মিলের এক শ্রমিকের সঙ্গে শনিবার মালিক পক্ষের এক ব্যক্তির সঙ্গে বিবাদ হয়। সেই বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়ায় । অভিযুক্ত শ্রমিক কে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় । যদিও পরে বিষয়টি মীমাংসা হয়ে যায়। কিন্তু রবিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এলে অভিযুক্ত ওই শ্রমিককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি । এরপরে শ্রমিকরা সমস্ত রকম উৎপাদন বন্ধ করে মিল থেকে বেরিয়ে যান । এর ফলেই বন্ধ হয়ে যায় মিলটি। পুজোর মুখে হঠাৎ করে এই মিলটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এই মিলের সমস্ত শ্রমিকরা।