
প্রতীতি ঘোষ, ভাটপাড়া:ফের প্রকাশ্যে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পুরসভা এলাকায়।সোমবার বিকেলের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন মিল শ্রমিক। ২৬ বছর বয়সী সেই যুবকের নাম বিকাশ মেহেরা। সূত্রের খবর আহত ব্যক্তি কাঁকিনাড়া জুট মিলের শ্রমিক। ভাটপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিকাশ কে এদিন এক দল দুষ্কৃতী রাস্তা থেকে তুলে নিয়ে ভাটপাড়া ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে যায়। এবং সেখানেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা । গুলি পায়ে লাগে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বিকাশ কে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় , বর্তমানে সেখানেই
চিকিৎসাধীন রয়েছে বিকাশ। পুরনো কোন শত্রুতার জেরে এই খুনের চেষ্টা বলে অভিযোগ শ্রমিকের পরিবারের।ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।