
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা : হু হু করে বাড়ছে সবজির দাম। শুধু কি আর আনাজ-পাতি ? ফলমূল থেকে মাছ-মাংস, আকাশছোঁয়া দাম. এবার সোনার দোকানে ভরি মেপে বিকোচ্ছে সবজি. হ্যাঁ, ঠিকই শুনছেন. সবজি-আনাজের এই আকাশচুম্বী দামের প্রতিবাদে শনিবার কলকাতায় অভিনব কর্মসূচি নেয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। এই মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে নিশানা করেছেন আইএনটিইউসি নেতা প্রমোদ পান্ডে।
শনিবার বউবাজারের বিবি গাঙ্গুলী স্ট্রিটের একটি অভিজাত গয়নার দোকানে ভরি মেপে শাকসবজি বিক্রি হচ্ছে। যার যার কেনার ক্ষমতা আছে, তারা কিনবেন। যাদের ক্ষমতা নেই তাদের ভরসা মা অন্নপূর্ণা !
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দশ দিন ধরে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা বাজারে বাজারে গিয়ে পরিদর্শন করছেন. কারণ জানার চেষ্টা করছেন কেন শাকসবজির দাম এত বেশি। কিন্তু, রাজ্য সরকারের টাস্ক ফোর্স অভিযান চালালেও, বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের. মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে তাই এই প্রতিবাদ কর্মসূচি আইএনটিইউসি-র.