
সূর্যজ্যোতি পাল, কোচবিহারঃ কথায় আছে নদীর পাড়ে বাস, চিন্তা বারো মাস, এই কথাটি যে কতটা সত্যি তা প্রতি মুহূর্তে অনুভব করছেন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব-ফলিমারি গ্রামের বাসিন্দারা। কোচবিহার জেলা ও পূর্ব-ফলিমারি গ্রামের মধ্যে রয়েছে সংকোশ নদী। এই নদীরই বর্তমানে বেহাল দশা। ধীরে ধীরে সমগ্র গ্রাম তলিয়ে যাচ্ছে নদী গহ্বরে।
গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বাঁধ ভাঙনের আন্দোলন করার পরেও সকাররের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রামবাসীরা জানিয়েছেন, আগেও নদী গর্ভে তলিয়ে গিয়েছে বহু কৃষিজমি সহ বসতভিটে। নদী যেভাবে ক্রমশ বসতির দিকে এগিয়ে আসছে, তাতে গ্রামের বাকি অংশও নিশ্চিহ্ন হওয়ার পথে।
ভিটেমাটি হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে প্রায় ১৫০০টি পরিবারের। ভাঙন থেকে রক্ষার জন্য অনেকে বাড়িঘর কিছুটা দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন এলাকাবাসীরা। যাঁদের সামর্থ্য নেই, তাঁরা রয়ে গিয়েছেন নদীর পাড়েই। সমস্যা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দফতর থেকে শুরু করে বিডিও অফিস এমনকি সেচদপ্তরেও অভিযোগ জানিয়ে মেলেনি কোন সূরাহা ।
ভিডিও দেখুন-