
অনুসূয়া সিনহা,দূর্গাপুর:
স্থানীয়দের কাজ চাই, এই দাবিতে কারখানার সামনে বিক্ষোভ এলাকাবাসীদের। উত্তেজনা কাঁকসার বাঁশকোপার বেসরকারি ইস্পাত কারখানার সামনে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ওই বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে শুরু হয় বিক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ যখন কারখানা নির্মাণ করা হচ্ছিল তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ দেওয়ার। কিন্তু কারখানায় উৎপাদন শুরু হওয়ার পর থেকেই স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে এবং বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে।
বিক্ষোভের জেরে আটকে পড়ে কারখানার পণ্যবাহী বহু ট্রাক। স্থানীয় বাসিন্দা গৌতম ঘোষ দাবি তোলেন,”বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে অথচ স্থানীয়দের বঞ্চিত হচ্ছে। দ্রুত স্থানীয়দের কাজ দেওয়া না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।” যদিও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে ,”স্থানীয়দের সমস্যা প্রতিনিয়ত সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রশিক্ষণরত বহু যুবক যুবতী ইতিমধ্যেই কাজ পেয়েছে। স্থানীয়দের দাবি পূরণের চেষ্টা চালানো হবে।”