
স্পোর্টস ডেস্ক : ধাক্কা ভারতীয় ক্রিকেট দলে। কদিন আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর এবারে রোহিতের পথেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের পথে বিরাট কোহলি। বোর্ডকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। তবে বোর্ড রাজি হয়নি। রবি চন্দ্র অশ্বিন, রোহিত শর্মা র পরে কোহলি অবসর নিলে ভারতীয় দল চাপের মধ্যে পড়বে। আর বিরাটের টেস্ট পারফরমেন্স খারাপ নয়। তবুও কেনো তিনি অবসর নেবেন এই নিয়ে প্রশ্ন থাকছেই। এখনও লাল বলের ক্রিকেটের মিডল অর্ডারে ভারতের উপযুক্ত ক্রিকেটার তৈরী হয়নি। কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড সফরের স্কোয়াড বেছে নেবে ভারতীয় বোর্ড। তার আগে এই ফরম্যাট থেকে অবসরের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফর থেকেই ভারতের টেস্ট ক্রিকেটে একটা বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিরাট-রোহিত-অশ্বিনের মতো সুপারস্টারদের ছাড়াই ইংল্যান্ড সফরে ভারত! যদিও বিরাট সরকারি ভাবে ঘোষণা করেননি এখনও। তবে নতুনদের সুযোগ দিতে টেস্ট থেকে সরে দাঁড়াতে চান। নজরে শুধুই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ।
বিরাটের পর টেস্টে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এই দু-জন মিলে গত প্রায় ১১ বছর নেতৃত্বের দায়িত্ব সামলেছেন। বিরাট কোহলির নেতৃত্বেই ২০১৮-১৯ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জয়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। বিরাটের নেতৃত্বে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারত। তবে বোর্ড বিরাটের এই সিদ্ধান্ত বা ইচ্ছেকে মেনে নেয় কি না, সেদিকেও নজর।
কারণ, রোহিত নেই। সেখানে বিরাটও সরে দাঁড়ালে অভিজ্ঞতার অভাবেও ভুগবে ভারত। বিরাট কোহলির উপস্থিতি এই সিরিজে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন ক্যাপ্টেনকে গাইড করার মতো বিরাটের মতো একজনকে চাই। বিরাট ১২৩টি টেস্টে ৯২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি।