
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : তিস্তা পাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এক প্রাচীণ ঐতিহ্য, ইতিহাস, বন জঙ্গল, চা শিল্প,পাহাড়, বন্য প্রাণ, সহ নানান বৈচিত্র্য নিয়েই এই ডুয়ার্স। জানা যায়,দুয়ার শব্দ থেকেই ডুয়ার্স বা ডুয়ারস শব্দটি এসেছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য প্রাণীদের টানে এখানে ছুটে আসেন দেশী বিদেশি পর্যটকদের দল।
তবে স্বাধীনতার ৭৭ বছর পরেও সেই অর্থে পর্যটন মানচিত্রে এগিয়ে যেতে পারেনি ডুয়ার্স।
যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলেও সেটি পরিকল্পিত ভাবে তৈরি না হওয়ার কারণে আজও ডুয়ার্স বেড়াতে আসা পর্যটক দের বেগ পেতে হয় হামেশাই।এই অপ্রতুলতা কাটিয়ে উঠে পরিকল্পিত ভাবে ডুয়ার্সে শিল্প গড়ে তুলতে এবার ভিসিট ডুয়ার্স ২০২৪ এর প্রস্তুতি চলছে বলে জানান,জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।
ডুয়ার্সের একটি বড় অংশে যে অমূল্য প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প গড়ার কাচা মাল, এবং মনোরম পরিবেশ রয়েছে আজও সেটি অনেকাংশেই দেশ সহ বিশ্ববাসীদের কাছে অজানা। সেই অচেনা ডুয়ার্সকে সকলের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ।