
ওঙ্কার ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেনজির ভাবে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ঘটনায় এবার মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন জেলেনস্কি। একটি চিঠি পাঠিয়ে ট্রাম্পের কাছে গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ট্রাম্পের বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ বলেছেন, ‘জেলেনস্কি একটি চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ওভাল অফিসের গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল, ইউক্রেন এবং ইউরোপীয়দের মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পরে ফের আলোচনার টেবিলে বসতে প্রস্তুত বলেই আগেই জানিয়েছিলেন জেলেনস্কি। দুই রাষ্ট্রপ্রধান আবার একসঙ্গে বৈঠকে না বসতে চললেও। দুই দেশের প্রতিনিধি দল আলোচনায় বসবে সৌদি আরবের জেদ্দায়। মঙ্গলবার থেকে শুরু হওয়া ওই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব মার্কো রুবিও। থাকবেন ইউক্রেনের প্রতিনিধিরাও। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি এবং খনিজচুক্তি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির খনিজ চুক্তি নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু মাঝপথে আলোচনা ভেস্তে যাওয়ায় সেই চুক্তি স্বাক্ষরিত হয়নি।